আজ সকালের বৃষ্টিপাতে
ভিজেই গেল মনাঞ্চল,
ভিজেই গেল আবেগগুলো-
কেমন যেন আজ চঞ্চল।
চঞ্চলতার তুলি চলে
তোমার রাখা ছবিতে,
আবছা রেখা স্পষ্ট হলে
তুমি এলে ভঙ্গিতে।
ইতিহাসের পাতায় রাখা
প্রেমের হলুদ পাতাটা
পড়ুক খসে, প্রেম-মানচিত্রে
ওঠে জেগে রাস্তাটা।
চেনা রাস্তা চেনা ভঙ্গি
বুকে আঁকে কাহিনি,
দৃশ্যপটে রঙিন তুমি
মনোলোভা মোহিনী।
ইলশেগুঁড়ি বৃষ্টি ছিল
ছিল একটি আতপত্র,
সিক্ত হল দুটি মাথা
বৃষ্টি যেন প্রেমপত্র।
প্রেমের চিঠি ছিঁড়ে হঠাৎ
কেড়ে নিলে সিংহাসন,
স্মৃতি নামক আসবাবেও
শূন্য আমার আবাসন।