একটা দিন একটা রাত দীঘা উপকূল–
রবার হয়ে মুছে প্রহর যত প্রতিকূল।
ছবি আঁকার উৎসাহে যে পেনসিলটা দ্রুত
দেয় ভরিয়ে খাতার পাতা হয় না যে ক্লান্ত।
আঁকা ছবি জ্যান্ত বুঝি স্পর্শে শিহরন,
পাপড়ি খোলা ফুলে অলির মধু আহরণ।
অবাধ্য ঢেউ আছড়ে পড়ে বেলাভূমি বুকে,
রক্ত প্রবাহে তরঙ্গ ওঠে পাতা হাসে সুখে।
কুড়িয়ে আনা সুখ ঝিনুকে আছে মায়াবল-
শুষে নিল দুঃখ-বিষ, সুখ নিমেষে ডাবল।
সাগর জলের গন্ধমাখা অন্তরের দেহ-
রঙিন হয়ে দেয় ছড়িয়ে ভালোবাসা স্নেহ।
তারই রেশে প্রদীপ জ্বলে কতক্ষণ থাকে?
কংক্রিটের নিঃশ্বাস এখন নেভাবে কি তাকে?