শৈবালের ফাঁদ পাতা থাকে
চোখ পথভ্রষ্ট পদক্ষেপে,
অসতর্ক অস্থিরতা হোক
ফাঁদ কি তখন হাসি চাপে?
পদস্খলন শব্দ করলে
হাসির ফোয়ারা যাবে খুলে,
শৈবালসম মানুষরাও
লুকিয়ে আছে সমাজ তলে।
তাদের সাথে সখ্যতা মানে
পিছল আঙিনায় পা-রাখা,
অসাবধানি দৃষ্টিভঙ্গিতে
কপাল শরীর ধুলোমাখা।
এমন শৈবাল দেশজুড়ে
রয়েছে আজ সকল স্তরে,
সাফ না করলে প্রতিক্ষণে
বিপদ যে সাথে সাথে ঘোরে।
বিপদের সঙ্গে সহবাস
প্রত্যেক দিনের অভিজ্ঞতা-
ঢাক বাজিয়ে জানায় যেন
বদল আনার অক্ষমতা।