দাও পাঠিয়ে রোদের আগুন সূর্যদেবের হাতে-
শুদ্ধ করার শক্তি থাকুক সেই আগুনের গাতে।
দাও পাঠিয়ে রসাল ফল পরিশুদ্ধ খাদ্য,
পরম শুদ্ধির মুকুট পরে গ্রীষ্ম বাজাক বাদ্য।
বাজনা বাজে শুদ্ধি নাচে অশুদ্ধি যাক ছেড়ে,
মুক্তি পেয়ে শুদ্ধ সত্তা উঠুক হাত-পা ঝেড়ে।
দাও পাঠিয়ে বৃষ্টিধারা ভেজাক পাথর বুকের,
যাক-না গলে কঠিন মনন দিনটা আসুক সুখের।
সবুজ ফসল ফলুক আবার বৃষ্টিধারার কালে,
ইতিবাচক জোয়ার আসুক আবার মনন খালে।
শুচি শুভ্র শরৎ আনুক শুচিতা সব মনে,
আগমনি উঠুক বেজে হৃদয় কোণে কোণে।
উৎসবে সব উঠুক মেতে উৎসাহ থাক কাজে,
নেতিবাচক অসুর হারুক পালাক ভীষণ লাজে।
হেমন্তকাল দাও পাঠিয়ে সোনার ফসল ফলুক,
মনের ঘরে আশার আলো নবান্ন আজ জ্বালুক।
দাও পাঠিয়ে শীতের ঠান্ডা সবজি সবুজ করা-
সতেজতা আঁকুক ছবি দেখুক মনের ধরা।
ঋতুরাজকে দাও পাঠিয়ে মনে বাঁধুক বাসা-
মনের যৌবন থাক চিরকাল জীবনটা হোক খাসা।