ওয়াশিং মেশিনের বাড়ে কদর
উল্কা গতিতে ছুটছে দর,
দেহের মনের জামায় ময়লা
সাফ করবে এটি সত্বর।
এই মেশিনে কাচিয়ে নিলে
সময় বাঁচে বাঁচে না দাগ,
দৈহিক শ্রমের নেই প্রয়োজন
গ্যারান্টি তার একশোভাগ।
বিজ্ঞাপনের কেরামতিতে
দোকানগুলোয় ভিড় বেশ,
ক্লেদমুক্তি আশু প্রয়োজন
প্রয়োজন সাফ অঙ্গ-বেশ।
উপরিভাগের দাগ মেটাতে
সাধারণ মেশিন সক্ষম আজ,
অন্তরে ক্লেদ, সাফা করতে
কোন মেশিন করবে কাজ?
হিল্লিদিল্লি বিদেশবিভুঁই
সেই মেশিনের নেই যে খোঁজ
ক্লেদ-মেঘে আকাশে তাই
চাঁদ-তারা হয়েছে নিখোঁজ।