কাব্য তুমি

কাব্য তুমি
একলা থাকি তোমার সাথে
সংগোপনে ঘরের কোণে,
বন্ধ থাকুক ঘরের কপাট
স্বর্গ নামে সন্তর্পণে।

খুনশুটিতে সময় গড়ায়
নততলে গড়ায় দিবস,
ভাঙ্গি গড়ি তোমার দেহ
সৃষ্টির নেশা করে বিবশ।

বউয়ের সঙ্গে হয় না কথা
চা-টিফিনে সময় দেওয়া,
ঝরনা গড়ে কাব্য-নদী
সৃষ্টিসুখের বহে হাওয়া।

শব্দরাজি বড়ই পাজি
দেয় না ধরা অনায়াসে,
উপাদানের বড়ই অভাব
হাতড়ে খুঁজি মনাকাশে।

সারাদিনভর এমন চললে
ব্যথা এসে মারে টোকা,
কাব্য তুমি দাও না ধরা
ব্যর্থ আমি বুড়ো খোকা।

এমন একদিন আসে আবার
সব উপাদান কড়া নাড়ে-
কলম চলে তরতরিয়ে
তোমার দেহের বৃদ্ধি বাড়ে।

তোমার আমার হৃদ্যতাতে
আকাশ ভরে সুখের অলক,
তোমার চোখের সাগর টানে
হাজার জন্ম হই অপলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *