তোমার আশ্লেষ উষ্ণ হলে
ছড়াই স্নিগ্ধ উত্তাপ,
ভালোবাসলে আমায় তুমি
দেব লোহিত গোলাপ।
পাথর ভাবলে পাথর বনি
প্রতিক্রিয়া আমি-
প্রতি ধাপে সঠিক ক্রিয়া
আমার কাছে দামি।
যেমন রূপে চাইবে আমায়
তেমন সাজতে পারি,
হরেক স্বাদের জন্যে বানাই
হরেক রকম কারি।
ইতিবাচক ভাবনা কাজে
আমার জেল্লা বাড়ে,
সফলতার মুকুট তোমার
সবার নজর কাড়ে।
উলটো ভাবনা উলটো কাজে
ভরাও যদি ঝোলা,
আমি তখন বন্দুক হাতে
ছুঁড়ি দুঃখের গোলা।
আমি জীবন তোমার কর্মে
গড়ায় আমার চাকা,
সঠিক ক্রিয়াকাণ্ড হলে
দিই না তেমন ধোঁকা।