যুদ্ধ চলছে দুদেশে
শান্তি হুইলচেয়ারে,
আমার ভাবনা দোলায় দুলছে।
পূর্ণচন্দ্র দেখে চোখ
খিদেয় জ্বলে উদর,
আমার ভাবনা দোলায় দুলছে।
স্বর্ণপদক ঝোলায় রাখা
দুঃস্থ খেলোয়াড় আর তার পরিবার,
আমার ভাবনা দোলায় দুলছে।
ধর্ষণ-খুন-জখম নিত্যদিনের ঘটনা
চেতনা হুইলচেয়ারে,
আমার ভাবনা দোলায় দুলছে।
শিক্ষা-স্বাস্থ্য-চাকরি বিক্রি
দুর্নীতি বসে সিংহাসনে,
আমার ভাবনা দোলায় দুলছে।
বিবস্ত্র প্রকৃতি কাঁদে
বহুতল আবাসনে এসির হাওয়া,
আমার ভাবনা দোলায় দুলছে।