গাছের পাতারা আলোকের জালে
খেলে যায় শুধু এমন প্রভাতে,
দূর আকাশের সূর্যটা খুশি
গাছের খুশিও উপচায় তাতে?
খুশির আবেশে বাতাস বাজায়
একতারা থাকা পল্লব ঘরে,
টুনটুনি আর দোয়েল ময়না
কণ্ঠ মেলায় তার সুরে সুরে।
কোত্থেকে এক ফিঙ্গক আসে
তালে তাল রেখে নৃত্য দেখায়,
ঘাসের গালিচা ধন্য হয়েই
নম্র রৌদ্রে স্নান করে যায়।
সহস্রবার জন্মাতে পারি
মেলবন্ধন এমন দেখতে,
প্রেরণা দায়ক চিত্রকল্প
পারিও জীবনে আঁকতে।
সেই ছবিটির শরীর রাঙানো
গলায় গানের স্ফূর্তি-
পারলাম কই রাখতে জীবনে
ফিঙের নাচের কীর্তি?