গতানুগতিক জীবনটা হারিয়েছে গতি,
বৈচিত্র্যহীন পথেই হাঁটা মনটা অস্থিরমতি।
দিচ্ছে বাধা পথের ঘর্ষণ বেহায়া বড়ই,
প্রভাবটা তার কাটাতে চাই কাটাতে চাই।
না কাটালে চোখে পর্দা, যায় না দেখা চাঁদের হাসি-
আবদ্ধ প্রাণ বাঁচাতে ভাঙছি,
ভাঙছি জানালা-শার্সি।
এমন বাধা কাটাতে চাই-
না কাটালে- বহাল যেন টানাগাড়ি টানতে।
সব ঋতু বিরক্তির পাউডার মেখে করছে যে জ্বালাতন,
বসন্ত আজ কোথায় গেল?
আসে না করতে আলাপন।
বাধাটা তাই কাটাতে চাই টানাগাড়ি চাই না টানতে,
দুঃসাহসের বলটা চাই ঘর্ষণের দুহাত ভাঙতে।
তাইতো প্রভু দাও-না এনে দুঃসাহস মনে-
পথের মুখে ঝামা ঘষেই পথের কাঁটা সরাই ।
জীবনটা হোক গতিশীল মজাদার,
হোক সুস্বাদু মালাই।