সাগরের ঢেউ ওঠে
দৃষ্টিটা আমার ছোটে-
তরঙ্গের খেলা দেখতে দেখতে
সেই সৌন্দর্যে আসক্তি বেড়ে গেল।
আকাশের চাঁদ দেখতে দেখতে
চন্দ্রাসক্তি বেড়ে গেল।
অবিরাম বৃষ্টিধারা দেখতে দেখতে
বৃষ্টির আসক্তি বেড়ে গেল।
টিভিতে নেতিবাচক দৃশ্য দেখতে দেখতে,
খবরকাগজে খুন-জখম-ধর্ষণ-দুর্নীতির কথা পড়তে পড়তে,
নাবাচক কাজের আসক্তি বেড়ে গেল।
টিভির টিআরপি বেড়েই গেল
খবরকাগজের বিক্রিও বেড়ে গেল।
খালি আমি আর দেশ দেউলিয়া মনেপ্রাণে।
কারোর কি কিছু এসে গেল?