ভোরের আলোয় মনটা
আমার দরজা দিল খুলে,
জামাজুতো ব্যাগটা কাঁধে
যায় যে তারা স্কুলে।
ঘরটা তখন এক তপোবন
শান্তি করে বিরাজ,
হালকা হয়ে ধ্যানে বসে
শান্ত মনের স্বরাজ।
স্কুলটা তাদের দেয় গো পুস্তক
অনেক পড়ে তারা,
দিনের শেষে বাড়ি ফেরে
দেখে পাড়া সারা।
নিত্যদিনের এমন রুটিন
ছাত্রগুলো মানে,
ফিসফিসিয়ে কাব্যকথা
শোনায় তারা কানে।
রাতের বেলা আকাশ যখন
লক্ষ দিয়া জ্বালে,
কাব্যরেণু ভরা কুসুম
ফোটে গাছের ডালে।
কলম তখন লিখে চলে
কাব্য রাতের বেলা,
ডানা মেলা ভাবনারা যায়
আকাশগঙ্গার মেলা।