ভালো মানুষ বড্ড একা
আপদবিপদ বানায় বোকা খুব সহজে,
মন্দ মানুষ সংঘবদ্ধ
অপদবিপদ ঘটায় তারা অনায়াসে।
সমীকরণ এমন তাইতো
অন্ধকার খুব ঘন হয়,
পাতলা আলোর বানানো তির
কেমন করে ছিন্ন করে ঘন আঁধার ?
বাড়বাড়ন্ত শয়তান আঁধার
দেশের বৃদ্ধি আটকে রাখে,
স্বাধীন দেশের বয়স বাড়ে
তবু কেন হয়নি বড় ভাবনা চিন্তায়?
বড় ভাবনার জন্য চাই বড় হৃদয়
বড় হৃদয় হাজার প্রদীপ-
জ্বালতে পারে অনায়াসে ভাবনা শিখা।
এমন প্রদীপ সৃষ্টি করা দেশের দায়,
এতে আছে সৃষ্টি কর্তার বড় সায়।
সঠিক শিক্ষা সঠিক পুস্তক দিক-না গড়ে
লক্ষ শৈশব বিদ্যালয়ে, হোক-না তারা
লক্ষ প্রদীপ জ্বালুক ত্বরা লক্ষ শিখা,
ঐক্যবদ্ধ হয়ে তারা আঁধার পর্দা দিক-না ছিঁড়ে।
সংঘবদ্ধ হবে আবার ভালো মানুষ।