ঋজুরেখায় শিরদাঁড়া তোদের
কাঁধে রাখিস ছাদের ভার,
শুধু দিনরাত পাহারা বেষ্টনী
বৃষ্টি রোদের মুখটা ভার।
চার দেয়াল, তোদের মাঝে
পরিবার তার স্বপ্ন বোনে,
সাক্ষ্য রাখে তোদের শরীর
সকল ছবি ছাদটা গোনে।
সম্পর্কের আলপনা আঁকা
মেঝের বুকটা ওঠে ফুলে,
রঙিন ঘরের ছবিখানা
তোদের গলায় যেন ঝোলে।
তোরা শুধু বাঁচিয়ে রাখিস
ঘরের ভেতর কৃষ্টি সৃষ্টি,
সুখ-দুঃখ কামড় দিলেও
কেমন করে হাসিস মিষ্টি?
তোরা আছিস তাইতো ঘর
থাকার খাওয়ার আশ্রয়,
বিচারবুদ্ধি সঠিক থাক
পরিবেশ শান্তিময়।