মৌচাক – মধুর সংরক্ষণ,
মধু-সৃষ্টির কর্মে ব্যস্ত
কর্মী মৌমাছি, সারাটা জীবন
সঁপে দেওয়াতে অভ্যস্ত।
কিলোমিটারের হিসেব রাখলে
হবেই ব্যর্থ মধু আহরণ,
মধুগ্রন্থির মধুরস দিতে
কুসুম সকল করে কি বারণ?
শতেক ফুলের অবদান আর
মধুকরদের পরিশ্রমটা-
উপেক্ষা আর মধু চুরি করে
অমানবিকতা বাজায় ঘণ্টা।
খাদ্য মজুত মধুচক্রেই
খারাপ সময়ে আশিস আনছে,
নিজের স্বার্থ চরিতার্থেই
অপরের ঘর মানুষ ভাঙছে।
এমন মন্দ কাজের ফল তো
পাচ্ছে মানুষ হাতেনাতেই
হাজার দুখের মধুকরগুলো
হুল ফোটাচ্ছে প্রতি পলেতেই।