অবিরাম কুহুতানে কোকিল কাহিল
কোথা গেল তার পিকী প্রেম অনাবিল-
যায় চলে ঋতুরাজ যায় মরশুম
অকালে কি ঝরে যাবে প্রেমের কুসুম?
যখন সময় ছিল ছিলে তুমি যুবা
অবহেলা দান করে হয়েছিলে বোবা।
ভেবেছিলে পিকী যেন শুধুই তোমার
অধিকার দেখিয়েছ মাননি গ্রামার।
সময় থাকে না থেমে মানে না যে হেলা
এখন কি লাভ হবে ডেকে দুই বেলা?
সময়ের কাজ ফেলে করেছ আরাম
ঘণ্টী বাজিয়ে কখন চলে গেছে ট্রাম।
অধিকার নয় পিক থাক শুধু প্রেম
নীরব কাজেতে থাক মনোযোগ হেম।
মুখে শুধু রব নয় থাক প্রেম চিঠি
প্রেমিক পিকের শুধু থাক মিঠা দিঠি।