হাড় কাঁপানো ঠান্ডা আসে
টাক ফাটানো রোদ ও আসে-
মন ভেজানো বৃষ্টি কই?
কোথায় গেছে সে কোন দেশে?
আমগাছেরা ফল ও ছায়া এখনো দ্যায়
ফুল ও ছায়া বকুল বৃক্ষ এখনো দ্যায়-
বট অশ্বত্থ কোথায় গেল ভাই?
সেই অচিনপুর আছে কোথায়?
ময়ূর নাচার দৃশ্য দেখি বেশি
টুনটুনির ও কিচিরমিচির শুনি বেশি,
পায়রার সংখ্যা বাড়ছে দ্রুত-
চড়ুইরা কি হচ্ছে অবলুপ্ত?
ঘরে ঘরে স্নানের ঘর আজ
স্নানটা সারে সবাই সেথা,
কজন সারে পুকুরে স্নান?
অব্যবহার মজায় পুকুর
মজায় দিঘি বাড়ছে দূষণ
পরিযায়ী পাখিরা কি ক্ষুণ্ণ এখন?
কোথায় পেলাম প্রশ্নগুলো? ঢুকল কানে?
উত্তর শুনব না আর- তুলো কানে।