সময়ের বিচারক বসা বর্তমানের চেয়ারে।
বেড়াল পুষলে বেড়াল ছানা
আর গরু পুষলে বাছুর পাবো
এই রীতির বেদিমুলে রাখা
তার বিচার ব্যবস্থা।
নিখুঁত বিচার দেখে মনে হয়
সিসিটিভির ফুটেজে রাখা বিচারক দৃষ্টি।
দৃষ্টান্তমূলক শাস্তি কর্মফল হাতেনাতে
পেয়ে পুনরায় ভুল কাজ করা
এ যেন এযুগের ফ্যাশন।
এতে শুধু মহুয়ার গন্ধ
লাস্যময়ী নারীর আহ্বান
এড়াতে পারে না কেউ।
“পিপীলিকার পাখা গজায় মরিবার তরে”
প্রমাণ করতে বদ্ধপরিকর এখনকার জীবন।