আমার বালুকাবেলা দেখে
অনেকটা কাছ থেকে দেখে
ঢেউয়ের উৎসাহ দেখে-
দেখে তার ভেঙে পড়া
ভাঙার পরেও তারা কত উৎসাহী
দেখে শুধু দেখে।
আমার বালুকাবেলা শেখে
উৎসাহ বলে কাকে।
আমার বালুকাবেলা তাই
আনন্দে পুলকে ভেজে
সাগর সলিলে ভেজে-
কখনো বা পা ভেজায় কখনো শরীর,
ভেজার আনন্দ নিতে ভেজে শুধু ভেজে।
আমার বালুকাবেলা শেখে
কী করে সর্বদা আনন্দে থাকতে হয়।
আমার বালুকাবেলা প্রেমের কাঙাল
সাগরের প্রেম পেতে নড়ে না কোথাও-
প্রেমের জলে সিক্ত হওয়া একমাত্র লক্ষ্য।
আমার বালুকাবেলা শেখে
প্রেম পেতে কী করে লেগে থাকতে হয়।