পদ্মপুকুর যাব না আর
দেয় পাহারা সাপেরা আজ,
যতই হাসুক ফোটা পদ্ম
বসে থাকি পাড়ে নিলাজ ।
প্রথম লক্ষ্য মন্ত্র শেখা
সাপগুলোকে বশে আনা,
তাদের ধরে ধরে তখন
ভরব আমার ঝাঁপিখানা।
দেশে দেশে ঘুরে ঘুরে
গুরুর দেখা পেলাম না যে,
ভ্রমণ আমার ব্যর্থ হল
সময় গেল বৃথা কাজে।
আমার ঝাঁপি রইল খালি
পদ্মফুলের বাঁকা হাসি-
বলছে যেন মিছিমিছি
কেন বলো ভালবাসি?
সকল কর্মে কাঁটা থাকে
ভয় দেখানো সাপেরা রয়,
একটু সাহস-ভালোবাসায়
সাপ-কাঁটারা করে যে ভয়।