বুক পকেটে সুখের তুলো রাখা ছিল
আনমনা পথ পেছন পেছন আসছিল
সেই তুলোর টুকরো কখন হারিয়ে গেল।
না বলল পথ, না বলল বাতাস-
শুনি শুধু দীর্ঘশ্বাস।
এবার সেই পকেট দুঃখ-মুদ্রা নিয়ে হাঁটছিল
আনমনা পথ পেছন পেছন আসছিল
সেই মুদ্রা ওজন বাড়াল, পকেট ছিন্ন করল,
পড়ল মাটির বুকে, মুদ্রাদোষে আমি মুদ্রা
কুড়িয়ে নিলাম, পথ বাতাস নির্বাক,
শুনি শুধু দীর্ঘশ্বাস।
অনেক ঠকেছি। পকেটে মুহূর্ত ভরা
হাতটা বুকেতে চাপা সাবধানি পায়ে এগোচ্ছি জীবন পথে-
পথ দেখছে, মুহূর্ত দেখছে, আমি সাবধানি।
বাকি জীবনটা মুহূর্তকে সঙ্গী করে পথ চলা। শ্বাসটা চলছে দীর্ঘশ্বাস নেই।