তোর চপল চোখে

তোর চপল চোখে
তোর চপল চোখে অক্ষর পড়ি
দৈনিক দীনতা ঝেড়ে ফেলে,
পড়তে পড়তে নেশার নীলিমা
লেখে কত কথা হৃদ-নভোনীলে।

পাঠের পাখিটা ভোরের আলোয়
ভৈরব রাগের গান গায় শাখে,
তোর প্রেমের প্রেরণা এনে
পুবালী পবন সামনেই রাখে।

সে-প্রেরণায় উপোসি দেহ
অক্ষরের সাক্ষরে খিদে মেটায়,
ভাষার ভীষণ প্রেমিক প্রকাশ
ফুটছে আমার আকাশের গায়।

চাঁদ-তারারা হাসলে ঝরে
সহস্র কাব্যের উপাদান,
কুড়িয়ে কুড়িয়ে আমার কলম
করে কবিতার জন্মদান।

তোর প্রেরণার রূপগন্ধে
জেগে ওঠে যেন শুকতারা,
পথ দেখানো দিশায় হাঁটি
আমি ও আমার কবিতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *