ফুলের কুঁড়ির স্বপ্ন যেখানে
ঘুমের আবেশে থাকে,
শিশিরবিন্দু শিশু স্বপ্নের
মুখটা ধুইয়ে ডাকে।
শিশুর এখন আলসেমি শুধু
ঘুমিয়ে ঘুমিয়ে হাসি-
ফুল বলে কবে চোখ মেলে তুই
দেখবি পূর্ণশশী?
কবে তোর চোখ মাখবে রবির
নরম আলোক ভোরে,
শীতল হাওয়া, আমি উৎসুক
দেখব কখন তোরে!
তোর বিকাশেই আমার জীবন
সফলতা খুঁজে পায়,
সঁপেছি জীবন দেবতার পায়ে-
নিজের মুক্তি তায়।
মধুপ নিকটে আসুক আমার
শোষণ করুক রেণু,
আমার স্বপ্ন- সফল কানুর
বাজানো মধুর বেণু।
সময় কখনো নিষ্ঠুর হয়ে
ভেঙেছে স্বপ্ন, ঘর-
উদ্দাম নদী হারিয়েছে বেগ
বুকেতে বালুর চর।
নতুন প্রয়াসে ফুটিয়েছে কুঁড়ি
আমার আদর স্নেহ,
প্রতিকূলতার ঝড়েতে নষ্ট
হবে না স্বপ্ন দেহ।