আস্ত একটা চিত্রকল্প
আসুক কিশোর মনে,
কল্পনা কি সশরীরে
হাজির হল সামনে?
চোখটা বন্ধ নাকে গন্ধ
যখন এসে লাগে,
আঁখি খোলে ভাতের থালা
কোথায় যায় যে ভেগে?
স্বপ্ন দেখা দৃষ্টি তারই
দেখে ফুটপাত মেপে,
ভাতের ছবি উধাও করে
বৃষ্টি এল ঝেঁপে।
কিশোর চোখে স্বপ্ন দেখা
এদের বুঝি বারণ,
পথের কিশোর ছোট্ট মনে
পায় না খুঁজে কারণ।
কারণ খুঁজতে অনেক জলে
নামতে হবে তলে,
দায়দায়িত্ব যাদের তারা
কোথায় গেছে চলে?
অবহেলায় কিশোরবেলা
আগামীটা আঁধার,
আলো জ্বেলে আসবে কি কেউ
উত্তর দিতে ধাঁধার?