তুমুল জীবন বাঁচব বলেই
ভাসিয়েছিলেম জীবনতরী,
প্রতিকূলতার উদ্দাম স্রোত
হয়েছে বড়ই অনিষ্টকারী।
ঝরনা ধারার প্রবল বেগটা
ঢুকিয়েছিলেম লোহিত শোনিতে,
অশুভ স্রোতের উচ্ছ্বাস বলে-
প্রবেশ করব তোমার খনিতে।
খনির প্রতিটি প্রবেশপথেই
মজবুত বাঁধ তাইতো গড়েছি,
অশুভ শক্তি ফিরে গেছে তাই
দামি আকরিক যত্নে রেখেছি।
তুমুল জীবন কেমন দেখতে
ক্যানভাস তুলি ছবি আঁকে তার,
জল রং ভেবে পাশবিক বল
সলিল ঢেলেছে তাতে বারবার।
তেল রং তাই হয়নি নষ্ট
এখনো লড়াই চলছে তুমুল-
জিতলে বিনাশ আসুরিক ভাব
ফুটবে শরতে সাদা কাশফুল?