কখনও চোখ গোলাপ দেখে
কখনও বা বকুল,
তুমি যখন সামনে আস
গঙ্গা ভাঙে দুকূল।
কখনও চোখ বিপদ দেখে
অধীর তবু হয় না,
নিমেষে এক বন্ধু হয়ে
এসে কথা কও-না।
কান্না ভেজা দৃষ্টি আমার
কানটা করে সজাগ,
পদশব্দ তোমার যেন
ছড়ায় আশার পরাগ।
মন খারাপের বেহালাটা
খোঁপার বকুল শুঁকে,
ভুল করেও বাজায় না সুর
ছড়টা রাখে তাকে।
সুখের আগে তুমি ঘৃত
দুঃখের আগে বারি,
প্রিয়া তুমি যখন পাশে
সবই করতে পারি।