দিগন্ত হরিণ অনন্তে পালায়
পাই না ছুঁতে তাকে,
অশনিসম্পাত শিংয়ের বাহার
বোঝায় তার দৌড়-
দেহের লোমরাজি কেঁপে কেঁপে ওঠায়
স্পর্শ ইচ্ছেটা বাতিল।
নেইতো বনরাজি আকাশের উঠোনে
শিং তাই ফাঁসে না
হরিন দৌড়ে চলে,
অসীমের স্বাদটা আবদ্ধ মনটা
কী করে পায় বল ?