মায়ের শাড়ির আঁচলটা যেন
আশাভরসার থাম,
ছুঁয়ে থাকলেই ভয়টা উধাও
হাতে নেই কোনো ঘাম।
দিদির আঁচল স্নেহাশিষ মাখা
প্রহরায় সদা রয়,
যমরাজ তাই এদিকে আসে না
সর্বদা মনে ভয়।
প্রিয়ার আঁচলে লজ্জা লুকোনো
মনেতে প্রেমের গান,
আপদবিপদ শক্তি হারিয়ে
রাখছে প্রিয়ার মান।
কত গল্পের কথা বলে ওঠে
ওই আঁচলের ভাঁজ,
হাসিকান্নায় ভেজা চোখদুটো
মোছা আঁচলের কাজ।
সেই আঁচলের মান না রাখলে
এই সমাজের হার,
সভ্যতা যাবে রসাতলে ত্বরা
কে নেবে পাপের ভার?
অপূর্ব সুন্দর লেখা
এই সুন্দর মন্তব্য আমার উৎসাহ, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।