তোমার আসার পথ চেয়ে চেয়ে
সুখের পায়ের জলছাপ অশ্রুবারি
শুকিয়ে গেল আকাশে-
বেদনার আঙুল কাটছে বিলি
আমার মাথার চুলে, রাত বড়ই ভারী বাতাসে।
এখনো ভুলিনি আমি চায়ের কাপেতে বেজে ওঠা হাসি,
স্মৃতিরা আজও কান পেতে শোনে
হারিয়ে যাওয়া বাঁশি।
অভিমান তির ছুঁড়েছিলে বুকে
ভাঙল বাঁধ জোর আঘাতে,
অথই সলিলে দুকুল ভাসল
এক বুক জল সম্পর্কের খেতে।
হাঁটতে হাঁটতে হই ক্লান্ত
অক্লান্ত স্মৃতির চোখ
তবুও হয়েছে দীর্ঘায়ত।
বেঁচে থাক আমার স্মৃতি-আকাশ
বেঁচে থাক প্রাণ আর দৃষ্টি,
জ্বলো না ফানুস হয়ে
জ্বলো তুমি চাঁদ হয়ে।
এসো তুমি মেঘ হয়ে
একটু না হয় অসময়ে হোক বৃষ্টি।
অনবদ্য লিখনশৈলী
এই সুন্দর মন্তব্য আমার কাছে এক বড় প্রাপ্তি, অসংখ্য আন্তরিক ধন্যবাদ।