পুরীতে দেখে এলাম ঢেউ-তৈরি-করা কারখানা–
চালু দিনের চব্বিশ ঘন্টা।
উঁচুনীচু ঢেউ মাথায় জলের বোঝা সামলাতে পারে না আছড়ে পড়ে
ভেঙে দেয় স্যান্ডআর্ট, ভরে দেয় জল চোখে।
কারখানার চিমনি ছড়ায় বাতাসে নানা গন্ধ-
সেই ঘ্রাণে শঙ্খচিলেরা মাতাল হয়ে ওড়ে।
প্রতিনিয়ত উৎপাদন অবিশ্রান্ত শ্রম
ছুটির ঘন্টাটা দেখতে কেমন, কেমন বা স্বাদেগন্ধে-
হতভাগ্য শ্রমিকরা জানে না মোটেই।
নির্বাক শ্রমেও জল ঝরে
সহস্র মেশিন ও গর্জন করে
দর্শনে রুপোলি, ঘ্রাণে গন্ধযুক্ত
অক্লান্ত উৎপাদন দেখে ক্লান্ত হয় না
পর্যটকের মন।