
আমরা দুজনে হৃদয়ের টানে
কত কাছাকাছি আজ এসেছি,
প্রেমের পুষ্প ফোটাবার ক্ষণে
কত ফুলরেণু দেহে মেখেছি।
প্রেমের ছবির অর্ধেক এঁকে
তোমাকে দিয়েছি ক্যানভাসটা,
পূর্ণ ছবির মাধুরী দেখেই
লজ্জা পেয়েছে স্বয়ং স্রষ্টা।
হোক আমাদের পর্ণ কুটির
চারদিকে বেড়া ভালোবাসার,
হিংসা ঘৃণার বদমাস চোর-
পলায়ন করা কৃষ্ণসার।
বাগিচায় কত রোপণ করেছি
হরেক রকম বিটপীর চারা,
হৃদয় নিংড়ে তাদের মূলেতে
দিয়েছি মিষ্টি জলের ধারা।
আদর যত্ন সোহাগ শ্রদ্ধা
বৃদ্ধি করেছে তরুর হাসি,
তাদের যৌবনে স্পর্ধা এনেই
করেছে তাদের প্রেম পিয়াসি।
প্রেমের স্নেহের আবহে জন্ম
নিয়েছে বৃক্ষে ফল ও ফুল,
জীবনটা তাই হোক মনোরম
প্রণয় ফোটাক কদমফুল।