হঠাৎ দেখি নির্জন দ্বীপ জলে ঘেরা
আমি একা,
মাথার ওপরের আকাশে
ফন্দি আঁটা দৈত্যকায় বাজ-
চোখে তার বড় খিদে
আমার অস্থিরতা চিল্লায়
কে আছো বাঁচাও?
কাছের দূরের কেউ নিকটে আসে না।
চেনা ঘর চেনা জন চেনা পথ গেল বা কোথায়?
বুঝলাম আমি নির্বাসিত।
আঁশটে গন্ধ মনের দোরে দেয় ধাক্কা-
বুঝলাম এই দ্বীপ এই বাজপাখি চারদিকের সাগর বিপদের আঁকা।