একেকটা পল একেকটা ফুল
রূপেগন্ধে তৃপ্তি পাক সকল ইন্দ্রিয়।
সে বলে সুন্দর তুমি বল আহা
আমি বলি আছে এতই বাহার?
একেকটা পল আকাশের নীল
অপলক দৃষ্টি কুড়োক নীলিমা,
নীল মেখে বাঁচি তুমি বল সেও বলে
আমি বলি আছে কই রসদ বাঁচার?
একেকটা পল কচিকাঁচা মুখ
সরল হাসিটা দিক তৃপ্তি সুধা,
সে বলে কী মিষ্টি তুমি বল মধুমাখা
আমি বলি ভালো লাগে না আমার।
একেকটা পল রং কি বদলায়
আমার তোমার তার কাছে?
দৃষ্টিপথ ধরে অনুভূতি বেরোলেই
মুহুর্তের মানে যায় জলদি বদলে।
সুন্দর অনুভূতিতে দৃষ্টিটা গভীর-
উপভোগের মুহূর্ত বানায় জীবন।