সকাল থেকে মাথা খারাপ
খুঁজে চলেছি কলমখানা,
কলম পেয়ে অন্য স্থানে
হারিয়ে ফেলি বিষয়খানা।
বিষয়াভাবে বড়ই দুখি
নয়ন ভরা লবণ জল,
চোখও মন অন্ধ হল
পায় না খুঁজে বিষয় কল।
কেউ বা বলে বই পড়তে
কেউ বলে যে যাও ভ্রমণে,
কেউ বা বলে আড্ডা দিতে
কেউ বলে যে বস-না ধ্যানে।
মুরাকামি যে ছুটত জোরে
বিষয়গুলো ধরত হাত,
মগজ হতে সৃষ্টিধারা
চিনিয়ে দিত তারই জাত।
বিষয়গুলো দূর থেকে যে
আমায় যেন দেখতে থাকে,
বই পড়াতে মন বসালে
আদর মাখা কন্ঠে ডাকে।
সেই ডাকেতে না দিলে সাড়া
তারা আবার হারিয়ে যায়,
পেনের কালি যায় শুকিয়ে
লেখে না তাই পাতার গায়।