মতদানটা পবিত্র থাক

মতদানটা পবিত্র থাক

টিভি-পর্দা ভেদ করে বেরিয়ে আসছে ভোটের এগজিট পোল-
ফোকাস করা টর্চের আলো ছড়িয়ে পড়ছে
দিকে দিকে,
হিংসা ও ঘৃণার ডালপালা জড়ো করে
কে বা কারা করছে অগ্নিসংযোগ।
অধিকারের প্রয়োগ শেষ, পেশিশক্তির
শুরু প্রয়োগ।
দোষারোপের আগুন এত, কোথাও ছ্যাঁকার দাগ নেই?
শালীনতা নগ্ন এত নেই প্রয়োজন আতশিকাচের,
মুখ-মুখোশের লড়াইতে মুখটা মুখ লুকিয়ে বাঁচে।
ভোটের সময় বিপৎকাল সব মানুষকে দেয় চিনিয়ে,
ভোট ফুরোলে অন্য মুখোশ, মুখের ভাষা যায় বদলে।
মতদানটা পবিত্র থাক নিক-না সকলে দায়,
হিংসা ঘৃণার প্রতিযোগিতায় কি গণতন্ত্র মুখটি লুকায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *