আপ্তবাক্য পড়তে শুনতে
নেই আগ্রহ সময় ধৈর্য,
তবে আগ্রহ-জোৎস্না ঝরে পড়ে হোয়াটসঅ্যাপের প্রান্তরে সোশ্যাল মিডিয়ার খরস্রোতা নদীতে।
কানে হেডফোন ব্যস্ততা সবসময়-
নিত্যদিনের বাজার করা থলেটা হাতেই এলে, মেজাজটা হয়ে যায় খাপ্পা
হাজার দোহাইয়ের বৃষ্টিপাত-
তাতে ভিজে বৃদ্ধ বাবা ছুটছে বাজারে আনাজপাতি কিনতে।
দায়িত্ব কতটা ভারী
সে-বুদ্ধি টনটনে, এড়িয়ে চলাই একমাত্র লক্ষ্য। হাজার বাহানা থাকে রেডি।
নিউক্লিয়ার ফ্যামিলির আবহ পেয়ে
বেড়ে ওঠা শৈশব যৌবন হারিয়ে ফেলেছে
দেখার দৃষ্টি শোনার কান অনুভূতির ইন্দ্রিয়।
তাদের অফুরন্ত বুদ্ধি-সাহসের ফুল অকালে পড়ছে ঝরে, দেবতারা তাই অর্ঘ্যই পাচ্ছে না।