তোমাকে দিলাম জীবনটা খুলে
সাথে দিলাম চামচ,
মেপে নাও ক’ চামচ আছে শ্রদ্ধা-বিশ্বাস আর উজাড় করা ভালোবাসা।
তোমাকে দিলাম জীবনটা খুলে
সাথে দিলাম একটা হাতা,
মেপে নাও কয়েক হাতা রয়েছে অশ্রদ্ধা
অবিশ্বাস ও ঘৃণা ?
তোমাকে দিলাম সম্পূর্ণ জীবন খুলে
দিলাম এবার একটা বালতি,
মেপে নিয়ে দ্যাখো কয়েক বালতি সততা মিথ্যাচার মানবতা পেলে।
তারপরেই তুমি সিদ্ধান্ত নিয়ো
আমার পৃথিবীতে আসবে কী না
আমায় ভালোবাসবে কী না?