
রাগ করে কেউ কেঁদে ফেলে
গলাবাজি কেউ বা করে,
মুখটা কারোর কয় না কথা
মনের মাঝে আগুন ঝরে।
কারোর আবার রাগ হলে যে
হৃদয় ঘরে মারে তালা,
তাদের চোখে অগ্নিশিখা
সবার দেহে বহ্নিজ্বালা।
হতেই পারে এক দাবানল
অগ্নিশিখা জল না পেলে,
মনের সবুজ পুড়েই যাবে
কার্তুজ ভরা কি রাইফেলে?
লোডেড রাইফেল বিপজ্জনক
শান্তি ভাঙা হিংসা ঘৃণা,
ছোবল মারতে উদ্যত কি
মহা নাগের মহা ফণা ?
অগ্নিশিখার নির্বাপণে
থাক না জলের শীতলতা,
ঠান্ডা চিন্তা চিত্রকল্প
নিক না শুষে অস্থিরতা।