
মনের মতন হয় না কিছুই
জীবন মানিয়ে নেওয়া,
ভারসাম্যেই মনোযোগ দিয়ে
সামনে এগিয়ে যাওয়া।
ভাল্লাগেনার লিস্টি থাকলে
হোক-না ত্বরায় ছিন্ন,
মানিয়ে-নেওয়া-বাস না পরলে
শত খেদ করে ক্লিন্ন।
পোশাকটা তাই ভীষণ জরুরি
জরুরি নিজের বদল,
খাপ খাওয়াতে ব্যর্থতা মানে
শুরু হয় শুধু কোঁদল।
কোঁদলের ভয় পরিবার মাঝে
ঢোকেও পাড়ায় সমাজে,
খাপ খাওয়ানো হোক না মুখ্য
শিরদাঁড়া থাক মেজাজে।
মেরুদণ্ডের থাক ঋজু রেখা
থাক না পোশাক প্রণালী,
জীবন ভাসুক জোছনার বানে
আকাশে চন্দ্র চৈতালি।