বন্ধু একটা সকাল দিয়ো
দিয়ো একটা দিন,
দিনের শেষে রাত দিয়ো গো
শ্বাসটা অমলিন।
বন্ধু দিঘল দিঘি দিয়ো
আশায় ভরা থাক,
প্রতিদিনের পুণ্যস্নানে
হতাশা ধুয়ে যাক।
বন্ধু দিয়ো আকাশসম
বুকে ভরা চিৎ,
পাখির মেঘের তারার সাথে
গাইব আমার গীত।
বন্ধু দিয়ো একটা চারা
প্রণয় যারই নাম,
জল দেব তার মূলে মূলে
গড়ব প্রেমের ধাম।
বন্ধু দিয়ো স্বপ্ন দেখা
হাজার স্নিগ্ধ ভোর,
সফলতা নাড়বে কড়া
সজাগ থাকবে দোর।
বন্ধু একটা জীবন দিয়ো
দিয়ো কর্ম দায়,
ক্লান্ত শরীর যেন শেষে
একটু শান্তি পায়।