প্রাতঃভ্রমণ করতে গিয়ে
সবুজ ঘাসের মাঠে হাঁটি,
জুতো পায়ে বুকে ইগো
আমি কি আর তেমন খাঁটি?
অনেক সুজন জুতো খুলে
হাঁটছে যেন ভালোবাসায়,
সবুজ তৃণের কোমল স্পর্শে
তাদের ইগো যেন পালায়।
প্রকৃতিতে ইগো ছাড়া
আমরা যদি চলতে পারি,
জীবন পথে ইগোয় ডুবে
ফেলি কেন অশ্রুবারি?
ঘাসের ‘পরে ইগো ফেলে
হাঁটতে পারি অনায়াসে,
ভেদাভেদের জুতো খুলে
সুজন হাঁটে সবুজ ঘাসে?
জুতো খুলে হাঁটুক সবাই
বক্ষ হোক না ইগো ছাড়া,
এমন দিনের অপেক্ষাতে
রইতে পারি নেই যে তাড়া।