এমন মনোভাবে

ধরে যজ্ঞের ঘোড়া
এমন সাহস বুকে রাখে
ছোট্ট লব কুশ তারা?

রঘুবংশের খ্যাতি
কিশোর হাতে নষ্ট হবে?
কাদের চওড়া ছাতি?

দেখে ছাতির বহর
রামের ভ্রাতা হারল যেন
সাগর হারায় লহর।

রামের দেখা স্বপ্ন
পূরণ হবে সোজা পথে?
ছুঁড়ে দিল প্রশ্ন।

তুচ্ছ করা এমন
মনোভাবের অধিকারী
হারে যখন তখন।

হোক না উচ্চ বংশ
এমন মনোভাবে শুধু
জয়ের আশা ধ্বংস।

কাউকে ছোট ভাবা-
গলদ চালে দাবা খেলা
হারবে তুমি দাবা।
এমন মনোভাবে

জুতো খুলে

প্রাতঃভ্রমণ করতে গিয়ে
সবুজ ঘাসের মাঠে হাঁটি,
জুতো পায়ে বুকে ইগো
আমি কি আর তেমন খাঁটি?

অনেক সুজন জুতো খুলে
হাঁটছে যেন ভালোবাসায়,
সবুজ তৃণের কোমল স্পর্শে
তাদের ইগো যেন পালায়।

প্রকৃতিতে ইগো ছাড়া
আমরা যদি চলতে পারি,
জীবন পথে ইগোয় ডুবে
ফেলি কেন অশ্রুবারি?

ঘাসের ‘পরে ইগো ফেলে
হাঁটতে পারি অনায়াসে,
ভেদাভেদের জুতো খুলে
সুজন হাঁটে সবুজ ঘাসে?

জুতো খুলে হাঁটুক সবাই
বক্ষ হোক না ইগো ছাড়া,
এমন দিনের অপেক্ষাতে
রইতে পারি নেই যে তাড়া।

জুতো খুলে

মুক্তোর মালা

মুক্তোর মালা পরতে
কে না ভালোবাসে?
মুক্তো খুঁজতে তারা কি
সিন্ধু বক্ষ চষে?

ক’টি শুক্তি মেলে ধরে
মুক্তোর সন্ধান?
মোদের সমাজে থাকে
কজন বিদ্বান?

কত তাপ শুক্তি বুকে
মুক্তো সৃষ্টি করে,
জানতে পারে না গলা
যেটি মালা ধরে।

নকল মুক্তোর মালা
কাড়ে কেন মন?
আসল মুক্তোর খোঁজ
করে কত জন?

ডুবুরি শুক্তির খোঁজে
যায় সিন্ধু তলে,
কজনে সলিলে নামে
কজনে বা স্থলে?

ষোলো আনা শখে ভরা
পরি মুক্তো মালা,
ভুলি গেছি কেষ্ট পেতে
প্রাপ্তি কষ্ট জ্বালা।

কষ্ট করে মুক্তো খোঁজা
লোকজন চাই,
গুমোট বাতাস কাঁদে
নাই নাই নাই।

মুক্তো