ধরে যজ্ঞের ঘোড়া
এমন সাহস বুকে রাখে
ছোট্ট লব কুশ তারা?
রঘুবংশের খ্যাতি
কিশোর হাতে নষ্ট হবে?
কাদের চওড়া ছাতি?
দেখে ছাতির বহর
রামের ভ্রাতা হারল যেন
সাগর হারায় লহর।
রামের দেখা স্বপ্ন
পূরণ হবে সোজা পথে?
ছুঁড়ে দিল প্রশ্ন।
তুচ্ছ করা এমন
মনোভাবের অধিকারী
হারে যখন তখন।
হোক না উচ্চ বংশ
এমন মনোভাবে শুধু
জয়ের আশা ধ্বংস।
কাউকে ছোট ভাবা-
গলদ চালে দাবা খেলা
হারবে তুমি দাবা।