হৃদয় জেতার মন্ত্র হলো
কথা দিয়ে কথা রাখা,
কথা রাখা প্লেনটি হলে
দায় নেওয়াটা তারি পাখা।
দায়টি নিয়ে কথা দিলে
কথা রাখতে মোরা বাধ্য,
সকল বাধা থাক না পথে
মোদের রোধার নেই যে সাধ্য?
কথা দিয়ে না রাখাটায়
মোদের মানের হয় যে হানি
ডিপোজিট ফর্ম ভরে শুধু
ব্যাংকে টাকা জমা মানি।
সুদের আশা হৃদয় জেতা
মোদের ভাগ্যে নেই কো জোটে,
হতাশাতে মন ভরে যায়
যাত্রী মোরা দুঃখ বোটে।
কথা রাখার শপথ নিলে
মূল্য মোদের হবেই দিতে,
বাড়তি কষ্ট বাড়তি উদ্যোগ
বাড়তি খরচ হবে নিতে।
বদলে সুখ অনুভূতি-
অমূল্য যা যায় না কেনা,
মোদের জীবন বদলে যাবে
যাবে না আর তখন চেনা।
বারে বারে কথা রাখার
অভ্যাস যদি করতে পারি,
গণতন্ত্র বদলাবে রূপ
ছুটবে দেশের বিকাশ গাড়ি।