পরের ক্ষতি করলে শুধু
অন্য জনে আঘাত পায়,
ভুল যে তোমার ভাবনাখানা
বুঝবে যত সময় যায়।
মন্দ বীজে মন্দ ফসল
মানতে তুমি পারনা,
কালের স্রোতে বদলে যাবে
তোমার মনের ধারণা।
থাকলে মনে মন্দ চিন্তা
মন্দ মতির স্থায়ী বাস,
পরের ক্ষতি করতে যাবে
লাগবে তোমার গলায় ফাঁস।
শুরুতে সে ফাঁসের ব্যথার
অনুভূতি পায় না গল,
ধীরে ধীরে কালের স্রোতে
দুঃখ বাড়ে হরেক পল।
ভেবেছিলে ভুল টিকিটে
পৌঁছাবে সুখ স্টেশনে?
যাত্রা শেষে দুখের দাগটি
লাগে জীবন বসনে।