বিজ্ঞান মেনে ফুল ফোটে গাছে
ফল হয় ফুল থেকে,
বিজ্ঞান মেনে জোয়ার ও ভাঁটা
ঘটে যায় নদী বুকে।
বিজ্ঞান মেনে আমার ব্যাংকে
টাকার বৃদ্ধি ঘটে,
বিজ্ঞান মেনে ফাস্ট ফুডেতে
চর্বিও বাড়ে দেহে।
বিজ্ঞান মেনে দুশ্চিন্তাতে
মানসিক রোগ আসে,
সেই বিজ্ঞানে মানবসমাজ
চলেও আপন পথে।
মোদের মিলিত মনের প্রভাব
গড়ে সমাজের ভিত,
শুভ চিন্তার প্রভাব রইলে
শুভ কাজ ঘটে সেথা।
অশুভ চিন্তা ছায়া যদি ফেলে
মোদের মিলিত মনে,
শুরু হবে শুধু অশুভ ঘটনা
মানবসমাজ ভোগে।
তাই বুঝি আজ বারুদের ধোঁয়া
গন্ধ ছড়ায় হেথা,
মানবতা মরে অন্ধ গুহায়
রাস্তাটা ভুলে যায়।
আস্তাকুড়ের আশে পাশে ঘোরে
ঘৃণিত শৈশব কেন,
মায়ের হৃদয় কখন কঠিন
প্রস্তর বনে যায়।
তবু অচেতন সকলে আমরা
ধরা ধরাশায়ী আজ
আগ্নেয়গিরি জাগলে আজি
নিস্তার নাই আর।
হুঁশিয়ার হয়ে যদি ছেঁকে লই
অশুভ চিন্তা যত,
তখনি কেবল এ ধরা বাঁচবে
আমরা থাকব ভালো।