নদীর মিলন সাগর বুকে
করে শান্তি সৃষ্টি,
উষ্ণ ধরার তপ্ত শরীর
শান্ত করে বৃষ্টি।
কারো যখন দুঃখ মোচন
ঘটে তোমার তরে,
বুকের মাঝের ফুলবাগানে
শান্তি পুষ্প ভরে।
শান্তি মানে অশান্ত নয়
শান্ত বড় চিত্ত,
চিত্তে শান্তি দামি অতি
তুচ্ছ সকল বিত্ত।
অস্থির হয়ে শান্তি খোঁজা
মন্দির মসজিদ গমন,
আকাশ থেকে চাঁদটি পাড়া
অস্বাভাবিক তেমন।
শান্তি খোঁজ যখন তুমি
মনের মাঝে গিয়ে,
শান্তি শুয়ে অস্থিরতা
চাদর মুড়ি দিয়ে।