যতই মোরে আঘাত করো
স্বপ্ন আমি দেখবো তবু,
উত্তর মেরু অঞ্চল আমি
বরফহীন কি হই কভু?
যতই মোরে আঘাত করো
আশার ভুত তো যাবে না,
আশাবাদী রইবো মনে
মনের হদিস পাবে না।
যতই মনে গরল ঢোকাও
পাবে না যে হিংসা দ্বেষ,
আমি গভীর সমুদ্র এক
প্রেমের বারি হয় না শেষ।
যতই মোরে খন্ড করো
অখণ্ড তো আমার মন,
বদলাতে কি সফল হবে
আমার মনের গহীন বন?
যতই তুমি পাঁচিল তোল
করোই শুধু ভেদাভেদ,
ভাঙতে হবে ভাঙতে হবে
ভেবেই বাড়ে আমার জেদ।
কেড়ে নিতে পারো তুমি
যত আছে সম্পদ মোর,
স্বপ্ন আশা প্রেম লুকানো
বন্ধ আছে মনের দোর।
স্বপ্ন আশা প্রেম যে আছে
প্রাণের ধারা চলছে তাই,
আগ জ্বালাতে পাথর ঘষছো?
লাভ হবে না কোন ভাই।