পথের টানে ঘুরে বেড়াই
ছন্নছাড়া আমি,
ঘরের মাঝে মন টেকে না
বাহির আমার দামি।
আমার সদা পা দুখানি
পথের উপর চলে,
সাগর আমায় হাতছানি দেয়
প্রতি পলে পলে।
নদীর জলে মনের নৌকো
সযতনে ভাসাই,
ঝর্না আমায় ডাকে যেন
আয় না মোরা পালাই।
পাহাড় চূড়ার সূয্যিমামা
আমায় যেন বলে,
আর কতকাল রইবি ঘরে
আয় না হেথা চলে।
বন বনানী সবুজ কেতন
উড়ায় আমার জন্য,
ঘরেতে মন রয় না যে গো
হবই এবার বন্য।
সবুজ পাতার গন্ধ শুঁকে
যাব নদীর তীরে,
শুনব সেথা মাঝির গান যে
ভাটিয়ালি সুরে।
এমনি করে আনন্দ যে
আসবে প্রতি পলে,
জীবনটা মোর কাটবে মজায়
লোকে ক্ষ্যাপা বলে।