চাঁদ তুমি কার বলতে পারো ?
তুমি খোকার -যার কপালে টিপ পরাবে তুমি ?
মনের মত কোন সে কপাল,- টিপ পরাবে চুমি?
যার কপালে নরম সজ্জা অট্টালিকায় পাতা,
বা যার কপালে আদর ছড়ায় ফুটপাতের ওই মাতা ?
চাঁদ তুমি কার ? তুমি রাতের ওই তারাদের?
পুরুষ নারী প্রেম পূজারী, তুমি তাদের?
কাব্য লেখা ওই কবিদের? সাহিত্যিকদের?
এদের চোখের ক্যামেরা বুঝি তোমার হাসি ধরতে পারে ?
ঘরের ছাউনি নেই গো যাদের
তারা কি আর তোমায় দেখে আনন্দেতে ভাসতে পারে?
চাঁদ তুমি কি নদীর বুকের, নীল সমুদ্রের ,-জোয়ার ভাঁটা চলছে যেথায়?
তুমি ছাড়া নদী হারায় নাব্যতা, লিখে যেত বালুচরে বিলীনতা ।
চাঁদ তুমি কার বলতে পার?
তুমি কি ওই রাতে ঘোরা সব প্রাণীদের ?
তুমি ছাড়া রাতে তাদের বিচরণ যে বন্ধ হত I
তাই কি তারা ধীরে ধীরে এই পৃথিবী থেকে বিলীন হত?
বৈজ্ঞানিকরা করছে যারা তোমায় নিয়ে গবেষণা,
তুমি তাদের কাছের অতি, সেই কথাটা বলতে মানা?
চাঁদ তুমি যে সকলের তাই।
তোমার আশিস স্নিগ্ধ হাসি পাক না সবাই,
পাক না সকল প্রাণীজগৎ।