ও মেঘ তুমি যাচ্ছো কোথায়?
দাঁড়াও একটুখানি।
তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বাকি।
ও মেঘ একটু দাঁড়াও,
তোমার সঙ্গে আমার অনেক চুক্তি করা বাকি ।
সেই চুক্তিতে করতে হবে অনেক মহান কাজ।
তুমি জানো কোন কোন মেঘ বৃষ্টি ঝরায়।
তুমি জানো কাদের হৃদয় হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়ায়,
ভালোবাসা থাকে বহুদূরে – নির্বাসনে।
তুমি জানো কার চোখ মুখ ক্রোধ বর্ষণ করে,
স্বাভাবিক হার্টবিট যার হয়েছে ইতিহাস।
তুমি জানো কারা সমাজে দুর্নীতি ছড়ায়,
সততা কেন ঘরছাড়া?
তুমি জানো কাদের মনে
উপচে পড়ছে কুসংস্কার আর কুশিক্ষা,
পালিয়ে গেছে ভালো সংস্কার আর সুশিক্ষা।
তুমি জানো কাদের মনের আকাশে আছে দূষণের কালো মেঘ।
ও মেঘ তুমি একটু দাঁড়াও
শেষবারের মতো দাঁড়াও।
শেষবারের মতো এমন শক্তিশালী বর্ষণ কর,-
ধুয়ে মুছে সাফ হয়ে যাক-
হৃদয় মনের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ,
দুর্নীতি মনোভাব, কুসংস্কার, কুশিক্ষা আর মনের দূষণ।
সাফ হয়ে যাক যত মলিনতা আর কালিমা,
তারপরেতে স্থাপন করো সেথা এক বৈদূর্যমণি।
ধরার ক্ষেত্রে আবার ফলুক উত্তম মানবিক বৃত্তির ফসল।
ও মেঘ আমি তোমার অপেক্ষায়।